প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ৯ বিয়ে

ইউ বি টিভি ডেস্ক

গাজীপুরের তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে ৯ জোড়া যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানের বিদেশি খিত্তায় এ যৌতুকবিহীন এ বিয়ে সম্পন্ন হয়।

মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ৯ যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

যৌতুকবিহীন বিয়ে করেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফজলে রাব্বি, নূর হোসেন সানি, মাফিন খান, গোলাম মোস্তফা, নাঈমুর রহমান, মোহাম্মদ শামীম, মো. সাজ্জাদ হোসেন, সজিব খান।

এর আগে বাদ জোহর পর্যন্ত বিয়ের বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হয়। বাদ আসর ইউসুফ বিন সাদের দেওয়া বিয়ের খুতবা শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। শেষে তাঁদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা বিতরণ করা হয়।

বিয়ে পড়ানোর পর মাওলানা ইউসুফ বিন সাদ সব দম্পতির জন্য দোয়া ও মঙ্গল কামনা করেন। সেই সঙ্গে তিনি বলেন, বিয়েতে কাজী তো বিয়ে পড়ানোর জন্য ফি নেয়, সেই ফি হিসেবে টাকার বিনিময় হয়। যেহেতু এখন কাজী আমি নিজেই, সেহেতু আমি ফি হিসেবে চাই- যারা বিয়ে করতে এসেছেন সবাই ৪ মাস করে চিল্লায় বের হবেন, ইসলামের দাওয়াত দেবেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন