প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

রোটারী ক্লাব অব সৈয়দপুর এর উদ্যােগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

তৌসিফ রেজা (সৈয়দপুর) নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে রোটারী ক্লাব অব সৈয়দপুর এর উদ্যােগে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে দুইশতাধিক শীত বস্ত্র বিতরণ করা হয়ছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) শহরের পৌরসভা সড়কস্থ রোটারী ক্লাব অব সৈয়দপুরের নিজস্ব কার্যালয়ে ওইসব বিতরণ করা হয়।

উল্লেখ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ডা. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম আর আলম (ঝন্টু) ও সাংবাদিক তোফাজ্জল হোসেন (লুতু)।

এছাড়া ক্লাবের অন্যান সদস্য রোট. মমতাজ (মিন্টু), রোটা. আজহার রানা,রোটা. মোবাশ্বির আলম প্রিন্স এমাদি সহ আরো অনকে উপস্থিত ছিলেন।

জানতে চাইলে, শীত বস্ত্র বিতরণ কমিটির আহ্বায়ক রোটারিয়ান মোবাশ্বির আলম প্রিন্স এমাদি বলেন প্রতি বছর রোটারী ক্লাব অব সৈয়দপুর এর উদ্যােগে আমরা নানান সমাজ সেবামূলক কার্যক্রম করে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি। এছাড়া সকল ধর্ণাঢ্যদের প্রতি আহবান থাকবে সবাই যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেই। তাহলে এই সমাজ তথা পুরো দেশে কোন মানুষকে কষ্টে দিনাতিপাত করতে হবে না।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০, বার্তা কার্যালয়ঃ টাংগাইল, ঢাকা।

অফিস মোবাইল নম্বরঃ ০১৭৭৯ ৬২ ৬০ ৬৯

G.L NO: 90/26

প্রিন্ট করুন