প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

হারিয়ে যাচ্ছেন আফরান নিশো

ইউ বি টিভি ডেস্ক

ক্রমশ হারিয়ে যাচ্ছেন টিভি নাটকের অভিনেতা আফরান নিশো। যদিও নিজের প্রথম ছবি ‘সুড়ঙ্গ’ দিয়ে কিছুটা আলোচনায় এসেও আবার হুট করেই নিখোঁজ হয়ে গেছেন তিনি। সেই নিখোঁজ খবরে কিছুটা আশা জাগিয়েছিল, তাকে নিয়ে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের জোড়া ছবির ঘোষণা আসায়।
তখন জানিয়েছিল, নিশোর ওই দুই ছবির একটির নাম ‘অসিয়ত’। এটি পরিচালনা করার কথা রায়হান রাফি’র। আর নায়িকা হিসেবে থাকার কথা ছিল তমা মির্জা’র। ছবিটি নিয়ে চুক্তিও সম্পন্ন হয়েছিল। গেলো মাসে ফ্লোরে যাওয়ার পরিকল্পনা অনুযায়ী শুটিং শুরুর কথা ছিল ছবিটির। কিন্তু তা আর হয়নি। ছবিটি নাকি আর হচ্ছে না – এমন খবরই শোনা যাচ্ছে। সেই থেকে ফের হারিয়ে যান আফরান নিশো। বিজ্ঞাপনচিত্র ছাড়া কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই অভিনেতাকে।
ছবিটি সম্পর্কে নতুন খবর হলো আফরান নিশোর সঙ্গে ‘অসিয়ত’ ছবিটি আর করছেন না রায়হান রাফি। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বাজেট জটিলতায় ছবিটি আপাতত নির্মাণ হচ্ছে না।
‘অসিয়ত’ প্রসঙ্গে আলফা আই থেকে সূত্রের বরাতে পাওয়া খবর – আপাতত ‘অসিয়ত’ নিয়ে নতুন কোনো আপডেট নেই তাদের কাছেও। নির্মাতা রাফিও দুটি নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তাই আগামীতে ‘অসিয়ত’ আর হবে কিনা সেটাও সিদ্ধান্ত নিতে পারছে না প্রযোজনা সংস্থা। তবে তাদের পরিকল্পনায় ছিল ২০২৫ সালের ঈদুল ফিতর সামনে রেখে ‘অসিয়ত’ ছবিটি নির্মাণের। কিন্তু ওই পরিকল্পনায় গুড়েবালি। ঈদুল আজহায় রাফির ‘লায়ন’ নামের একটি ছবি মুক্তি পাবে। যেখানে কলকাতার সুপারস্টার জিৎ ও ঢাকার নায়ক শরিফুল রাজকে দেখা যাবে একসঙ্গে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন