প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি নির্মিত নতুন চলচ্চিত্র ‘টেক্কা’

ইউ বি টিভি ডেস্ক

এই দুর্গা পূজায় কলকাতায় মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি নির্মিত নতুন চলচ্চিত্র ‘টেক্কা’। এই ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দেব ও স্বস্তিকা। ছবিটির মাধ্যমে বহুদিন পর প্রাক্তন প্রেমিক সৃজিতের সঙ্গে কাজ করেছেন স্বস্তিকা। এটা নিয়ে কলকাতার একটি সংবাদমাধ্যম দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, সৃজিতের সঙ্গে যোগাযোগটা যেহেতু রয়েছে, তাই আলাদা করে কিছু ফিল করতে পারছি না। কাজের বাইরে আমাদের দেখা হতোই। খেতে গিয়েছি। একসঙ্গে বেরও হয়েছি। বন্ধু হিসেবে দু’জনের সম্পর্কটা আছে। সৃজিত খুব খেতে ভালোবাসে। আমিও তাই। এই কারণে দীর্ঘদিন পর কাজ করলেও নতুন করে কিছু ফিল হয়নি।
নিজের প্রাক্তন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সৃজিত অনেক শান্ত হয়েছে। আজকাল কাজের সময় ফোন কম চেক করে। আগে সোশ্যাল মিডিয়ার এডিকশন ছিল। দেখলাম সেটাও অনেকটাই কমেছে। আর একটা বিষয় দেখে ভালো লাগল, আমাদের ডিওপি থাকা সত্ত্বেও বেশ কিছু শট সৃজিত নিজে নিয়েছে। এই বিষয়টা নিয়ে আমি খুব ইয়ার্কি মেরেছি। বলেছি. যে শটগুলো সৃজিত নিয়েছে, সেগুলো অন্যদের থেকে বেশি ভালো হয়েছে।
দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ? জানতে চাইলে স্বস্তিকা বলেন, দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিতে দেব যে অভিনয়টা করেছে, অন্য কোনো ছবিতেই সে করেনি। আমি নিশ্চিত, এরপরে হয়তো দেব এমন অভিনয় আরও করবে। এই ধরনের অভিনয়গুলো শিখে গেছে ছেলেটা। আগামী দিনে আমি ওর সঙ্গে আরও কাজ করতে চাই। যদিও ‘টেক্কা’তে আমাদের স্ক্রিন টাইম কম ছিল।
পূজার প্ল্যান নিয়ে এই গুণী অভিনেত্রী বলেন, ছোটবেলা থেকে দেখেছি মা ঘাটে দুর্গা পূজা করতেন। আমি এখনও সেটা করি। সেজন্য পুজার সময় কলকাতায় থাকাটা আমার কাছে খুব জরুরি। মায়ের ওই একটা জিনিস আমি রেখে দিয়েছি। ছোট থেকে দেখেছি বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় সত্যনারায়ণ পুজা হতো। এবার পুজায় কলকাতাতেই থাকতে চাই।
সবারই জানা যে, ব্যক্তিজীবনে একাধিকবার প্রেমে পড়েছেন স্বস্তিকা। পূজায় প্রেম হয়েছে কি না, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, (হাসি) সারাবছর প্রেম করায় আমি বিশ্বাসী। পূজা কিংবা ভ্যালেন্টাইনস ডে – আলাদা দিনক্ষণ দেখে প্রেমটা হয় না। আমার প্রেম হয় হুটহাট। এখন তো কাজের ঠেলায় সময়ও পাচ্ছি না। তার মধ্যে আমার যে প্রতিবাদী সত্ত্বা মানুষের সামনে এসেছে, তাতে আর কখনও প্রেম হবে কি না জানি না।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন