প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

আবারও হলিউডি ছবিতে দীপিকা

ইউ বি টিভি ডেস্ক

সম্প্রতি মা হয়েছেন বলিউডের অন্যতম সেরা তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোন। বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের নজর কেড়েছেন। তবে এই তারকা শুধু বলিউড নয়, হলিউডেও অভিনয় করেছেন সেখানকার তারকা ভিন ডিজেলের বিপরীতে। এদিকে, দীপিকা আবারও হলিউডে নতুন ছবিতে কাজ করতে চলেছেন বলে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে। যদিও তার এই হলিউডি ছবি সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। তবে দীপিকা এবারও যে আন্তর্জাতিক তারকার সঙ্গে জুটি বাধতে চলেছেন – এটা বেশ প্রশংসিত হবে বলে আশা করা যাচ্ছে।
ইতিপূর্বে দীপিকা’র আন্তর্জাতিক উদ্যোগগুলো সর্বদা দর্শকদের আকর্ষণ করেছে, তার বহুমুখিতা এবং প্রতিভা প্রদর্শন করেছে। নতুন এই হলিউডি ছবিতে কাজ করা নিয়ে ভারতীয় এবং বিশ্বব্যাপী চলচ্চিত্রের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে তার অবস্থানকে আরও জোরদার করে।
দীপিকা’র ভক্ত – অনুরাগীরা প্রযোজনা সংস্থা ও ছবির বিষয়ে জানার জন্য অপেক্ষা করছেন। পাশাপাশি ছবিটি সম্পর্কে প্রত্যাশা করছেন যে, বরাবরের মতো এবারও দর্শক ও ভক্ত – অনুরাগীদের ভালো কিছু উপহার দিতে চলেছেন।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন