
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি নিয়মিত নাটকে অভিনয় করছেন। গল্পের প্রয়োজনে নানা চরিত্রে অভিনয় করেছেন। এবার পতিতা চরিত্রে অভিনয় করলেন। ‘চোখটা আমাকে দাও’ শিরোনামের একটি নাটকে এমন চরিত্র রূপায়ন করেছেন তিনি।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন তানিয়া বৃষ্টি। নাটকটি মুক্তির পর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। নাটকটিতে বেশ কিছু সাহসী দৃশ্যও রয়েছে। এমন চরিত্রে অভিনয় করে উচ্ছ্বসিত তানিয়া বৃষ্টি।
কৃতজ্ঞতা প্রকাশ করে গণমাধ্যমে তানিয়া বৃষ্টি বলেন, ‘এটি আমার প্রিয় একটি নাটক। চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল। সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় পরিচালক। তার নির্দেশনায় এর আগেও বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’