প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

ইংল্যান্ড অলআউট ১১৮ রানে, জয়ের হাতছানি বাংলাদেশের

ইউ বি টিভি ডেস্ক

ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারে মন্দ ছিল না ইংল্যান্ডের। কোনো উইকেট হারানোর আগেই দলীয় পঞ্চাশের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু ওপেনার ড্যানি ওয়াট বাদে বাকি ব্যাটাররা ইনিংস লম্বা করতে ব্যর্থ। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেওয়া বাংলাদেশের বোলাররা অল্পতেই বেঁধে ফেলল ইংলিশদের।

আজ শনিবার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান তুলেছে ইংল্যান্ড। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬২ রান তোলার পর পরের ১০ ওভারে ৫ উইকেটে ৫৬ রান যোগ করে ইংলিশরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় ইংলিশরা। ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লে’তে স্কোরশিটে ৪৭ রান জড়ো করেন দুই ইংলিশ ওপেনার বাউচিয়ার ও ড্যানি ওয়াট। তবে ইনিংসের পঞ্চম ওভারেই উদ্বোধনী জুটি ভাঙার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। মারুফার বলে পয়েন্টে ক্যাচ তুলেছিলেন বাউচিয়ার। তবে লোপ্পা সেই ক্যাচ নিতে পারেননি রাবেয়া। এতে ১৬ রানে জীবন পান এই ওপেনার।

এরপর আক্রমণে এসে নিজের ভুলের প্রতিদান দেন রাবেয়া। নিজের প্রথম ওভারের চতুর্থ ডেলিভারিতে বাউচিয়ারকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। এই ওপেনারকে নাহিদার ক্যাচ বানিয়ে বুনো উদযাপনে মাতেন তিনি। এতে দলীয় ৪৯ রানে ভাঙে ইংলিশদের ওপেনিং জুটি।

পরের ওভারে ইংলিশ শিবিরে আঘাত হানেন ফাহিমা। লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ৫ বলে ২ রান করে সাজঘরে ফেরেন ন্যাট সাইভার ব্রান্ট।

ইংলিশ অধিনায়ক হিদার নাইটও (৬) দুই অঙ্কের কোটা স্পর্শ করার আগেই প্যাভিলিয়নে ফেরেন। তবে একপ্রান্ত আগলে রেখে দলীয় স্কোর বাড়াতে থাকেন ওপেনার ড্যানি ওয়াট। তবে ৪১ রান করা এই ওপেনারকে ফেরান নাহিদা আক্তার।

এরপর ইংলিশ ব্যাটারদের আরও চেপে ধরেন টাইগ্রেস বোলাররা। এতে দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই ফেরেন এলিস ক্যাপসি (৯), ড্যানিয়েল গিবসন (৭) এবং চার্লি ডিন (৪)। শেষমেশ জোন্সের অপরাজিত ১২ রানের সুবাদে ১১৮ রানের লড়াকু পুঁজি পায় ইংল্যান্ড।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার, ফাহিমা খাতুন এবং রিতু মণি দুটি করে উইকেট নেন। অন্য উইকেটটি নেন রাবেয়া খান।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন