বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গতকাল সোমবার(৮ ডিসেম্বর) আছর বাদ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডা. সৈয়দ আবুল কাসেম, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, সহ সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, সহ সাধারণ সম্পাদক আবিদ আজাদ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, সদস্য মোঃ সোহাগ বিশ্বাস, ইকবাল মোল্লা, খান শহিদুল ইসলাম, কুদ্দুস মোল্যা প্রমুখ। খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপস্থিত সাংবাদিকবৃন্দরা বলেন, খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিতে এসে বাংলাদেশের মানুষের উত্তরণের পথ দেখিয়েছিলেন। তিনি সফলতার সাথে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার মতো নেত্রী বাংলাদেশের জন্য সর্বদাই প্রয়োজন। তিনি ছিলেন বাংলাদেশর প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের মাটি মানুষ আকরে ধরেছিলেন যার দৃষ্টান্ত আজও বহমান। তিনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি যার কারণে তাকে আপসহীন নেত্রী বলা। মহান আল্লাহপাক বেগম খালেদাজিয়াকে সুস্থতা দান করুক।

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি