চট্টগ্রাম মহানগরীর এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তবে সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহ ইমরান বলেন, খবর পেয়ে ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে কেউ হতাহতি হয়নি।
উপ-সহকারী পরিচালক আরও বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।

ইউ বি টিভি ডেস্ক