১৮ নভেম্বর (মঙ্গলবার ) ২০২৫ দিনব্যাপী দিঘলিয়ার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ছাত্রছাত্রীদের ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা, পথ সভা এবং নির্বাচনী সভা করেন বিএনপির তথ্য সম্পাদক ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল
অদ্য সকাল ১১ ঘটিকায় দিঘলিয়া উপজেলায় আড়ুয়া মাধ্যমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের ও শিক্ষকদের সাথে স্কুল প্রাঙ্গনে একটি বাড়ী একটি গাছ সবুজায়নের অঙ্গীকার স্লোগান কে সামনে রেখে বৃক্ষ রোপণ করেন বৃক্ষ রোপণ শেষে শিক্ষকদের ও ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন, ১২:৩০ মিনিটে পূর্ব আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষ রোপণ করেন, এবং শিক্ষকদের ও ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন,
বেলা ১ টায় মাধপুর নির্বাচনী পথ সভা করেন আজিজুল বারী হেলাল, হেলাল বলেন আমার দল বিএনপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, তিনি আরো বলেন দেশে একটি নির্বাচনী আমেজ শুরু হয়েছে, বাংলাদেশের মানুষ উৎসব মুখর পরিবেশে নির্বাচন করে, যেহেতু দীর্ঘ দিন মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত সেহেতু এবারের নির্বাচনী আমেজ আরো অনেকগুন বেশি বাংলাদেশের মানুষ এখন দিন গুনছেন ভোট দেওয়ার জন্য, আজিজুল বারী হেলাল আরো বলেন বিএনপি জনগণের দল বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ,
দুপুর ১:৩০ মিনিটে রাধা মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করেন স্কুলের ছাত্রছাত্রীদের ও শিক্ষকদের সাথে নিয়ে। কামারগাতী বাজারে দোকানদার দের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন প্রয়াত বিএন পি নেতা নঈম মোল্লার কবর জিয়ারত করেন আজিজুল বারী হেলাল, লাখোহাটি বাজারে ব্যাবসায়ী ক্রেতা সাধারণ ও স্থানীয় জনগণের সাথে কথা বলেন, বিকাল ৪:৩০ মিনিটে বারাকপুরে হরিপদ মাঠে ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা উপভোগ করেন, খেলা শেষে পুরুস্কার বিতরণ করেন।
সন্ধ্যায় নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন রুপসা,দিঘলিয়া, তেরখাদার মানুষের সামাজিক উন্নয়ন, আর্থিক উন্নয়ন মানবিক উন্নয়ন এর জন্য বিএনপিকে ভোট দিবে এ অঞ্চলের মানুষ, বিএনপি সরকার গঠন করলে বেকার কমে যাবে, তিনি ব্রিজ, রাস্থা, আধুনিক হাসপাতাল এর স্বপ্ন দেখেন দিঘলিয়ায়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু, রকিব মল্লিক, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু,আবুল কাশেম,রেজাউল ইসলাম রেজা,নয়ন মোড়ল, কুদরত-ই-এলাহি স্পিকার, আবদুল কাদের জনি, মনিরুল গাজী, লিটন শেখ,হিমেল গাজী,সাজিদ, মোঃ সোহাগ বিশ্বাস প্রমুখ।

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি