প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

বাঘার আড়ানীতে ধানের শীষের পক্ষে জনসভা অনুষ্ঠিত

মোঃ আবু সাঈদ বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪ টায় জয়গুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের খোলা মাঠে এ জনসভা হয়।

প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবু সাইদ চাঁদ।

প্রধান বক্তা ছিলেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক। বিশেষ বক্তা ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ এসএম সালাহউদ্দিন আহম্মেদ শামিম সরকার।

সভাপতিত্ব করেন, মোঃ আফতাব উদ্দিন (বিডিআর অবঃ), সিনিয়র সহ-সভাপতি, আড়ানী পৌর বিএনপি। সঞ্চালনায় ছিলেন, আড়ানি পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক (১) , মোঃ মোশারফ হোসেন লিটন, আড়ানি পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক (২) মোঃ এসএস জিয়াউল হক জিয়া ও আড়ানি সাবেক পৌর বিএনপি সভাপতি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল, মোঃ মহিদুল ইসলাম জুয়েল।

বক্তারা বলেন, নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

আয়োজনে ছিল ৮নং ওয়ার্ড বিএনপি (চকসিংগা), আড়ানী পৌরসভা।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন