রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪ টায় জয়গুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের খোলা মাঠে এ জনসভা হয়।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবু সাইদ চাঁদ।
প্রধান বক্তা ছিলেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক। বিশেষ বক্তা ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ এসএম সালাহউদ্দিন আহম্মেদ শামিম সরকার।
সভাপতিত্ব করেন, মোঃ আফতাব উদ্দিন (বিডিআর অবঃ), সিনিয়র সহ-সভাপতি, আড়ানী পৌর বিএনপি। সঞ্চালনায় ছিলেন, আড়ানি পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক (১) , মোঃ মোশারফ হোসেন লিটন, আড়ানি পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক (২) মোঃ এসএস জিয়াউল হক জিয়া ও আড়ানি সাবেক পৌর বিএনপি সভাপতি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল, মোঃ মহিদুল ইসলাম জুয়েল।
বক্তারা বলেন, নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
আয়োজনে ছিল ৮নং ওয়ার্ড বিএনপি (চকসিংগা), আড়ানী পৌরসভা।

মোঃ আবু সাঈদ বাঘা (রাজশাহী) প্রতিনিধি