প্রিয়াঙ্কা চোপড়া হাজবেন্ড নিক জোনাসকে নিয়ে একটা সাক্ষাতকারে উনি বলেছিলেন, আমার কাজ নিককে অন্য মেয়েদের থেকে দূরে রাখা না, ধরে রাখা না। নিকের কাজ মেয়েদের থেকে নিজেকে দূরে রাখা, কারণ সে একটা কমিটেড পুরুষ। ভেবে দেখেন- প্রিয়াঙ্কার একাউন্টে আছে ৩৩০+ কোটি রুপি। সুতরাং এরকম রিচ একটা মেয়েকে নিক জোনাস কি অফার করবে শান্তি, ভালবাসা আর কেয়ার ছাড়া?
একটা ভালো লাইফ পার্টনার পাওয়া যেকোনো মেয়ের জন্য মোটামুটি লটারি জেতার মত। আপনি শাকিরা থেকে ঐশ্বরিয়া রায় অথবা হলিউডের কিংবদন্তি মেরিলিন মনরোর দিকে তাকান- প্রত্যেকে চিটেড, নাইলে এবিউজের শিকার। কিন্তু কেন? কেন এত সফল মেয়েরা বাসার মধ্যে নির্যাতিত?
এর কারণ হচ্ছে- ক্যারিয়ারে এতখানি সফল মেয়েদের শুধুমাত্র প্রেম ভালোবাসা আর লয়ালিটি ছাড়া পুরুষদের আর কিছু অফার করার নাই!
আমি নিজের কথা বলি- আরমানির পারফিউম, শ্যানেলের লিপস্টিক কিনতে আমার পুরুষদের দরকার নাই। এইজন্য আমার সুগার বেবিদের অসহ্য লাগে, এদের ইম্প্রেস করা ইজি কারণ টাকা দেখলেই এরা কাত।
একটা সোনার গয়না কিনতে ইচ্ছা করলে কোনো পুরুষ আমার লাগবে না। ইউরোপের যে কোন দেশে আমি নিজের টাকায় ট্রাভেল করতে পারি, সুতরাং পুরুষ আসলে আমাকে কি অফার করবে?
আমার মতো আরো হাজার হাজার মেয়েকে পুরুষ অফার করবে শান্তি এবং ইমোশনাল নিরাপত্তা। এই নিরাপত্তা যে নিশ্চিত করতে পারবেনা সে হচ্ছে লুজার এবং অনিরাপত্তায় ভুগতে থাকা পুরুষ৷ সে জানে সে নিজে ভালো না, অন্য মেয়ে দেখলে নিজের ইন্সটিংক্ট কন্ট্রোল করতে পারে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই পুরুষরা নিজেদের অনিরাপত্তা মেয়েদের মধ্যে দিয়ে দেয়- মেয়েটা ফিল করতে থাকে: আমি কি আর একটু চিকন হব, আমার কি আরেকটু লেজার করাব, আমার কি আরেকটু বোটক্স করা দরকার?
নারী পুরুষ সম্পর্ক হচ্ছে রিয়েল লাইফ পাওয়ার ডায়নামিক্স। বেশিরভাগ পুরুষ পাওয়ারফুল ফিল করে টাকা দিয়ে, নারী পাওয়ারফুল ফিল করে ইমোশন দিয়ে। যে পুরুষ ইমোশনাল সেফটি নিশ্চিত করতে পারেনা, সেই পুরুষ স্বনির্ভর হয়নি টাইপ মেয়েদের টাকার মূলা দেখিয়ে ধরে রাখে। হাজার বছর আগে গুহায় পুরুষ শিকার করে আনত, সে ছিলো প্রভাইডার। কিন্তু হাজার বছর পরে সে উচ্চশিক্ষিত টাকাটুকাওয়ালা মেয়েকে সে কি দিবে লয়ালিটি ছাড়া?
তাই, অনিরাপত্তায় ভুগতে থাকা পুরুষদের প্রথম সুযোগে জীবন থেকে বাদ দিয়ে দেয়া ছাড়া মেয়েদের হাতে সমাধান নাই। হতে পারে সেই পুরুষ একদিন আপনাকে ভালবাসত, কিন্তু আপনার ডিগ্রী এবং ক্যারিয়ার যত বেশি উপরের দিকে যাবে, সে নিজেকে ছোট ভাবতে থাকবে এবং সে নিজেকে যত বেশি ছোট ভাবতে থাকবে আপনাকে তত দূরে ঠেলতে থাকবে এবং আপনি তত বেশি নিজেকে ছোট ভাবতে থাকবেন।
So, dear girls- there’s nothing absolute, not a man’s love. Just don’t forget to love yourself- your identity and your presence. Nothing is powerful than your existence!

ইউ বি টিভি ডেস্ক