প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

ফুলবাড়ীতে ইয়াবা-ট্যাপেন্টাডল-হেরোইন ও নগদ টাকাসহ যুবক আটক

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম

কুড়িগ্রাম ফুলবাড়ীতে বিভিন্ন ধরনের মাদক ও নগদ টাকাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল (বাগমারা) গ্রামস্থ জনৈক সেলিমের মুদি দোকানের সামনে পাকা রাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মোঃ মিঠু মিয়া (২৪)। তিনি ওই এলাকার মোঃ আবু তালেবের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একটি বিশেষ টিম উক্ত এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন মিঠুকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনেই তার ব্যবহৃত আন্ডারওয়্যার-এর ভেতর থেকে ১১ পিস ইয়াবা, ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ১৬,৭২৫ টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার বলেন,মাদকবিরোধী অভিযান আমাদের চলমান কার্যক্রমের অংশ। আটক মিঠু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন