প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

নজর কাড়লেন ইধিকা

ইউ বি টিভি ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা ইধিকা পাল। তিনি বাংলাদেশের দর্শকদেরও পরিচিত মুখ। নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে ইধিকা এখন দুই বাংলার জনপ্রিয় তারকা।শুধু রূপ বা অভিনয়গুণে নয়, ফ্যাশনবোধ ও স্টাইল সেন্সের কারণেও সমানভাবে প্রশংসিত তিনি।
এই টলিতারকা এথনিক পোশাকে যেমন সৌন্দর্যের ছাপ রাখেন, তেমনি ওয়েস্টার্ন আউটফিটেও ফুটিয়ে তোলেন নিজের আত্মবিশ্বাসী উপস্থিতি। সাজগোজ ও স্টাইলের প্রতি সচেতন এই অভিনেত্রী সম্প্রতি হাজির হয়েছেন একদম ভিন্ন ও চোখধাঁধানো ওয়েস্টার্ন লুকে। ইধিকা’র সেই লুকের তিনটি ছবি নিয়েই এই প্রতিবেদন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন