ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা ইধিকা পাল। তিনি বাংলাদেশের দর্শকদেরও পরিচিত মুখ। নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে ইধিকা এখন দুই বাংলার জনপ্রিয় তারকা।শুধু রূপ বা অভিনয়গুণে নয়, ফ্যাশনবোধ ও স্টাইল সেন্সের কারণেও সমানভাবে প্রশংসিত তিনি।
এই টলিতারকা এথনিক পোশাকে যেমন সৌন্দর্যের ছাপ রাখেন, তেমনি ওয়েস্টার্ন আউটফিটেও ফুটিয়ে তোলেন নিজের আত্মবিশ্বাসী উপস্থিতি। সাজগোজ ও স্টাইলের প্রতি সচেতন এই অভিনেত্রী সম্প্রতি হাজির হয়েছেন একদম ভিন্ন ও চোখধাঁধানো ওয়েস্টার্ন লুকে। ইধিকা’র সেই লুকের তিনটি ছবি নিয়েই এই প্রতিবেদন।

ইউ বি টিভি ডেস্ক