প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

কালাই হাটে উঠল ৭০ কেজি ওজনের পাখি মাছ

ইউ বি টিভি ডেস্ক

পূজা উপলক্ষে কালাই হাটে উঠল ৭০ কেজি ওজনের পাখি মাছ, দাম হাঁকা হলো ৩৫ হাজার, একক ক্রেতা না থাকায় কেটে কেজিতে বিক্রি
আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জয়পুরহাটের কালাই বাজারে উঠেছে ৭০ কেজি ওজনের বিরল প্রজাতীর পাখি মাছ। মাছটি দেখতে ভীর করছেন উৎসুক জনতা। অনেকে বলছেন জীবনে প্রথম দেখলেন এই মাছটি। এর দাম হাঁকা হয়েছে ৩৫ হাজার টাকা। একক কোন ক্রেতা না থাকায় মাছটি কেটে বিক্রি করেছেন। প্রতি কেজি ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে বলে জানান মাছ বিক্রেতা।
বৃহস্পতিবার কালাই হাটে গিয়ে দেখা যায়, মাছের হাটে অনেক লোকজনের সমাগম। মাছ বাজারে বিরল প্রজাতীর সামুদ্রিক বিশালাকার একটি পাখি মাছ নিয়ে বসে আছেন বিক্রেতা নজরুল ইসলাম।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন