টাঙ্গাইলের ভূঞাপুর তিনজন অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। রোববার (৪ নভেম্বর) উপজেলার নিকরাইল বাজারের মেসার্স আলী ট্রেডার্স এন্ড হার্ডওয়্যার স্টোরের সামনের পাকা রাস্তায় এ অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে ভূঞাপুর থানার এসআই রুবেল মিয়া, এসআই ইমারত হোসেন ও এএসআই চঞ্চল হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মনির খান (৪০), খন্দকার মন্তাজ আলী (৫৯) ও মোঃ রুবেল (৩৮)-কে অবৈধ মাদক হেরোইনসহ আটক করা হয়। পরে তাদের গ্রেফতার করে থানায় আনা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ৮ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করে আসামিদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ভূঞাপুর থানার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞপ্তিতে এলাকাবাসীর কাছে “মাদক জিরো টলারেন্স” বা মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে। পুলিশের সক্রিয়তা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয়েছে।

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল)