প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশুর চিকিৎসায় সহায়তার আবেদন

ইউ বি টিভি ডেস্ক

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিরবাগগোয়ালী গ্রামের ফারিয়া ও আদিবা নামের দুই বোন দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া (Thalassemia) রোগে ভুগছে।

তাদের মা মিস ফারজানা আক্তার একজন গৃহিণী এবং বাবা আওয়াল একজন মালয়েশিয়া প্রবাসী।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আওয়াল মালয়েশিয়ায় অবস্থান করছেন। ভিটেমাটি বিক্রি করে এবং ঋণগ্রস্ত অবস্থায় তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন পরিবারের দায়িত্ব পালনের আশায়। কিন্তু মেয়েদের চিকিৎসা ব্যয় মেটাতে তিনি এখন চরম আর্থিক সংকটে পড়েছেন।

ফারিয়া (বয়স ১১ বছর) স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। প্রায় তিন বছর ধরে নিয়মিত চিকিৎসাধীন রয়েছে। একইভাবে ছোট মেয়ে আদিবা (বয়স ৪ বছর) তিন বছর ধরে থ্যালাসেমিয়া রোগে ভুগছে। দুই শিশুকেই নিয়মিত রক্ত দিতে হয় এবং ওষুধসহ অন্যান্য চিকিৎসা চালিয়ে যেতে হয়, যা ব্যয়বহুল ও কষ্টসাধ্য।
অভাবের তাড়নায় মা ফারজানা আক্তার জানিয়েছেন-

> “আমার দুই মেয়ে দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ওদের নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়েছে। স্বামীর প্রবাসী আয় দিয়েও সব খরচ মেটানো সম্ভব হচ্ছে না। তাই সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ করছি।”

যোগাযোগের ঠিকানা:
মাতা: মিস ফারজানা আক্তার
পিতা: আওয়াল
গ্রাম: বিরবাগগোয়ালী, পোস্ট: চরগোয়ালী (৩৫১৭), উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা
মোবাইল: ০১৮৮২৩৮০৭০২
বিকাশ নম্বর: ০১৮৮২৩০৭০২

মানবতার ডাকে সাড়া দিতে এবং দুটি নিরীহ শিশুর জীবন বাঁচাতে যারা সাহায্যের হাত বাড়াতে চান, তারা উপরের যোগাযোগ ঠিকানায় সহায়তা পাঠাতে পারেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন