প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ইরানের ভারতীয়দেন জন্য নির্দেশিকা

ইউ বি টিভি ডেস্ক

ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এরপরেই ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি ভারতের।

মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে ইরান। ২০০টি মিসাইল ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। যার জেরে ইরানে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ইরান নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে ভারত।

বুধবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, অতি প্রয়োজন ছাড়া এখন ইরানে না যাওয়াই বাঞ্ছনীয়।

পাশাপাশি ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্যও নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখতে হবে এবং ভারতীয় হাই কমিশনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখতে হবে। ভারতীয় নাগরিকদের জন্য একটি আপৎকালীন নম্বরও দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান এবং গোটা অঞ্চলের পরিস্থিতির দিকে ভারত নজর রাখছে।

এর আগে মঙ্গলবার ইসরায়েলে ভারতের দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে বলা হয়েছিল, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বার না হওয়াই ভালো। ভারতীয় দূতাবাস পরিস্থিতির দিকে নজর রাখছে এবং ইসরায়েলের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও সেখানে জানানো হয়েছিল।

সূত্র: ডয়েচে ভেলে

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন