প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

হবিগঞ্জে বিদ্যুতের তার ছিড়ে দুইজন নিহত

ইউ বি টিভি ডেস্ক

হবিগঞ্জ জেলার লাখাইয়ে বুধবার রাত ৮টায় বিদুত্যের তার ছিড়ে দুই ব্যক্তি নিহত হয়েছে।

মৃতরা হলো জেলার লাখাই উপজেলা বুল্লা ইউনিয়নের গোয়াকাড়া গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে ফরাজ আলী (৩০), একই গ্রামের হাজী রহমত আলীর ছেলে জমশেদ মিয়া (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বন্দে আলী মিয়া।

পুলিশ জানায়, বুধবার রাত ৮টায় আকষ্মিক ঝড় বৃষ্টি হলে জেলার লাখাই উপজেলা বুল্লা ইউনিয়নের গোয়াকরা এলাকায়
পল্লী বিদুত্যের তার ছিড়ে পড়লে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি আরো জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন