প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ সফরে আসছে আমিরাত ক্রিকেট দল

ইউ বি টিভি ডেস্ক

বয়সভিত্তিক ক্রিকেটে গুরুত্ব বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত জুন থেকেই বিসিবির ক্রিকেট বলয়ের মধ্যে ঢুকে পড়েছিল অনূর্ধ্ব-১৯ দল। এরপর জুলাইয়ে যুবাদের প্রধান কোচ হিসেবে ঢাকায় পা রাখেন নাভিদ নেওয়াজ। তার নেতৃত্বে ৩৯ ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে শুরু করেছিল অনুশীলন।

যুবা দলের গুরুত্বের দিক থেকে কোনো কমতি রাখছে না বিসিবি। কখনো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, কখনোবা রাজশাহী স্টেডিয়ামে নিয়মিত হয়েছে অনুশীলন ক্যাম্প। আর তরুণ যুবা ক্রিকেটারদের প্রথম পরীক্ষা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে তাদের যুবা ক্রিকেটাররা।

সিরিজে একটি তিন দিনের ম্যাচ ও চারটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুটি ওয়ানডে রাজশাহীতে এবং অন্য দুটি ওয়ানডের ভেন্যু মিরপুরে হওয়ার সম্ভাবনা। প্রথম ম্যাচ মাঠে গড়াতে পারে ১৫ অক্টোবর। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন অনূর্ধ্ব ১৯ দলের নির্বাচক এহসানুল হক সেজান। জানিয়েছেন ইতমধ্যে এই সিরিজের দল বিসিবির কাছে জমা দিয়েছেন তিনি। দলটি ১৬ সদস্যের হতে পারে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন