মার্শাল আর্ট হলো শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষার একটি অনবদ্য কৌশল। আর কৌশল অর্জন করতে পারলে বাড়বে নিজের আত্মবিশ্বাস।
উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল বিকেল ৪ ঘটিকার সময় এক অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে মার্শাল আর্ট প্রদর্শনী ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে শুরুতে মুক্ত মাঠে ডায়মন্ড মার্শাল আর্ট ক্লাবের শিক্ষার্থীরা গত ছয়মাসে তাদের রপ্ত করা বিভিন্ন কৌশল, আক্রমণ প্রতি আক্রমণ ও আত্মরক্ষার কারিকুলাম প্রদর্শন করে উপস্থিত অতিথিদের আনন্দ দেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও শরীর চর্চা প্রশিক্ষক সিরাজুল কবির বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ কফিলউদ্দিন, ডাক্তার শহীদ, শাহনেওয়াজ, সাংবাদিক রাসেলপ্রমুখ।
বক্তারা বলেন আমাদের এই পিছিয়ে পড়া উখিয়া উপজেলার শিশুকিশোর অনেক সৃষ্টিশীলতা থেকে বঞ্চিত। নেই বিনোদনের ব্যবস্তা।
দিনে দিনে পচনশীল হচ্ছে উখিয়ার যুব সমাজ। মাদকাসক্ত ও অনৈতিক কর্মকান্ড থেকে শিশু কিশোর ও যুব সমাজকে রক্ষা করতে হলে তাদেরকে সুন্দর ও সুস্থ ধারার জীবন যাপন উপহার দিতে হবে।
তারই ধারাবাহিকতায় একটি সুন্দর যুব সমাজ গড়ে উঠবে মেধা তখন শক্তিতে পরিনত হবে। তাই সকলের উচিত সুস্থ ও সবল থাকার উপায় খুঁজে বের করা আর সে উপায় হলো মার্শাল আর্ট।
বক্তরা আত্মারক্ষার জন্য মার্শাল আর্ট শেখার প্রতি সকলকে গুরুত্ব দেওয়ার আহবান জানান।
সবশেষে উপস্থিত স্টুডেন্টের মধ্যে যারা যোগ্যতার স্বাক্ষর রেখেছেন তাদের ক্রেষ্ট ও ম্যাডেল তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বৃন্দ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের অন্যতম দায়িত্বশীল প্রধান শিক্ষক আকতার হোসেন। অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত শারীরিক ও মানসিক ভাবে একাগ্রচিত্তে সহযোগিতা দিয়ে চালিয়ে যান ডায়মন্ড মার্শাল আর্ট ক্লাবের প্রধান প্রশিক্ষক মোহাম্মদ ইমরান।
তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিরাজুল কবির বুলবুল, উখিয়া