
সুনামগঞ্জের ছাতকের নোয়ারাই ইউনিয়নের মৌলা ব্রীজে মোঃ জয়নাল (আবেদীন) নামে এক জন নিহত হয়েছে। এবং আরেক জন আহত’ ১৭-১০-২৫ ইং/ রোজ শুক্রবার রাত ৮ সময়, মৌলা ব্রীজ থেকে কাট শরে গিয়ে মটরস সাইকেল’টি নিচে পড়ে যায়, ব্রীজের নিচে নি/হ/ত হয়েছেন। দীর্ঘদিন যাবত ভাঙ্গা ব্রীজ থাকার কারণে প্রতিনিয়ত মর্মান্তিক এক্সিডেন্ট ঘটনা ঘটে।
জানা গেছে, তিনি নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁ গ্রামের মোঃ রইছ আলী পুত্র মোঃ জয়নাল মিয়া (৪০) নিহত হয়েছেন। এবং সাথে থাকা ছোট ভাই গুরুতর আহত অবস্থা মেডিক্যাল পাঠানো হয়েছে।
স্থানীয়দের জোর দাবি, দীর্ঘদিনের অবহেলায় গুরুত্বপূর্ণ এই সেতুটি এখন ধ্বংস। এখন পযর্ন্ত প্রায় তিনটি দুর্ঘটনা হয়েছে, অবিলম্বে নতুন সেতু নির্মাণ কাজ শুরু না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।