প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

গাবতলীর সমাজসেবক ইস্তিয়াক আহম্মেদ সাদিকের অদম্য মানবসেবার দৃষ্টান্ত

আহসান হাবিব শিবলু, বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলার সমাজসেবামূলক সংগঠন “গাবতলী বন্ধু সমাজ সংগঠন”-এর প্রতিষ্ঠাতা সভাপতি ইস্তিয়াক আহম্মেদ সাদিক শারীরিক অসুস্থতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও সমাজকল্যাণে অনন্য ভূমিকা রেখে চলেছেন।

২০১৯ সালে এক দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। তখন থেকেই তিনি হুইলচেয়ারে চলাফেরা করেন। কিন্তু শারীরিক সীমাবদ্ধতা তাকে থামাতে পারেনি। বরং সেই সময় থেকেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি নেমে পড়েন মানবসেবায়।

তিনি নিয়মিত মাদকবিরোধী আলোচনা সভা ও সচেতনতা কর্মসূচি আয়োজন করে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার চেষ্টা করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা পজিটিভ রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা দিয়েছেন। এছাড়া গরিব ভ্যানচালক, পথশিশু ও কর্মহীনদের মাঝে খাবার বিতরণ করেছেন এবং বিভিন্ন ক্লিনিকে ফ্রি রক্তদানের উদ্যোগ নিয়েছেন।

ঈদ ও বিশেষ মৌসুমে তিনি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ, এবং বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে সমাজে এক অনন্য নজির স্থাপন করেছেন।

তার এসব কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে গাবতলী বন্ধু সমাজ সংগঠনের উপদেষ্টা, সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা।

ইস্তিয়াক আহম্মেদ সাদিকের বক্তব্য আমি হয়তো শারীরিকভাবে সীমাবদ্ধ, কিন্তু মন ও ইচ্ছাশক্তি সব সময় শক্ত। আমি বিশ্বাস করি—মানুষের জন্য কাজ করলেই জীবনের অর্থ পাওয়া যায়। হুইলচেয়ারে বসে থাকলেও আমি থেমে থাকতে চাই না। আমার পাশে যারা থেকে সহযোগিতা করছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি, ততদিন সমাজ ও মানুষের সেবায় কাজ করে যেতে চাই।

গাবতলীর সাধারণ মানুষ সাদিকের এই অদম্য ইচ্ছাশক্তি ও মানবসেবার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তার কর্মকাণ্ড অনেক তরুণের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন