ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধি ও পৌর এলাকার সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে গফরগাঁও পৌরসভার মিনি স্টেডিয়াম সংলগ্ন বটতলা এলাকায় সিএনজি স্ট্যান্ড নির্মাণসহ নানা সৌন্দর্যবর্ধন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে এসব উন্নয়ন কাজের অগ্রগতি, গুণগত মান ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে সরেজমিন পরিদর্শন করেন গফরগাঁও পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এন.এম. আবদুল্লাহ-আল মামুন।
পরিদর্শনকালে প্রশাসক বিভিন্ন স্থাপনার কাজ পরিদর্শন করেন, যার মধ্যে রয়েছে—সলিংসহ এইচবিবি রাস্তা নির্মাণ, বাউন্ডারি ওয়াল, প্ল্যানটার বক্স, সিটিং এরিয়া, ওয়াকওয়ে, গ্রীন এরিয়া, খাল পুনরুদ্ধার ও বটতলা সংলগ্ন স্টেজ নির্মাণসহ বহুমুখী অবকাঠামো উন্নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গফরগাঁও পৌরসভার এই চলমান প্রকল্পগুলো সম্পন্ন হলে পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও নাগরিক সুবিধার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আবুল কালাম আজাদ, ময়মনসিং