প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

মধুপুরে ৪টি ফার্মেসি দোকানে ১৮ হাজার টাকা অর্থদণ্ড

হাফিজুর রহমান (মধুপুর উপজেলা প্রতিনিধি)

টাঙ্গাইলের মধুপুর উপজেলার দুটি বাজারে ৪টি ফার্মেসির মালিককে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

রোববার (১২ই অক্টোবর )বিকালে মধুপুর উপজেলার লাউফুলা বাজারের ,মনির মেডিকেল হল, ইনান মেডিকেল হল ও জামাল মেডিকেল হল এবং চাপড়ী বাজারের সুধাংশু মেডিকেল হলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রির অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৪টি ফার্মেসির মালিকদের ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

প্রসিকিউশন প্রদান করেন মো. আবু জাফর ওষুধ তত্ত্বাবধায়ক (ভেট) জেলা ওষুধ তত্ত্বাবধায়ক অফিস টাঙ্গাইল।

মোবাইল কোর্ট পরিচালনার সময় সহযোগিতায় ছিল মধুপুর থানা পুলিশের একটি দল।

ফার্মেসিতে ভেজাল ওষুধ বিক্রির বন্ধে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অবহিত থাকবে বলে জানান।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন