প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

মুক্তাগাছায় বড় ভাই এর হাতে ছোট বোনজামাই খুন

মোঃ শাহীন আলম, মুক্তাগাছা,‎ ময়মনসিংহ

গত কিছুদিন আগে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন ইউপি’র শিবপুরে ফাহিম হত্যার পর পাশের শ্রীপুর (মাইজহাটি) গ্রামে খুন হলেন আহাদ আলী (৫৪)! সূত্র জানায়, পেশায় গৃহশিক্ষক আহাদ আলী বিয়ের পর স্ত্রী মোছাঃ সাহারা খাতুনসহ একমাত্র কন্যাকে নিয়ে স্থায়ীভাবে শ্বশুরালয়ে বসবাস করেন । ঘটনার দিন (০৭ অক্টোবর ‘২৫ মঙ্গলবার মধ্যরাতে) স্ত্রী’র বড়ভাই মোঃ ফজলুল হক এর সাথে বাড়ির প্রধান ফটক খোলা লাগানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডা’র একপর্যায়ে ভিকটিমের স্ত্রী’র দায়ের করা হত্যা মামলার একমাত্র অভিযুক্ত আসামী উত্তেজিত ফজলুল হক এর ধারালো অস্ত্রের আঘাতে আহাদ আলীর মর্মান্তিক মৃত্যু ঘটে । মুক্তাগাছা থানায় দায়েরকৃত মামলা নং-০৪ (ধারা-৩০২ প্যানাল কোড, ১৮৬০) নিহত আহাদ আলীর মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় তীব্র প্রতিবাদ ও শোকের মাতম বিরাজ করছে। উল্লেখ্য যে, খুনী ফজলুল হক মৃত সাহেব আলীর ছেলে।
‎এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা স্বীকার করেন এবং নিহতের লাশ মমেক মর্গে প্রেরণ করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় নি।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদক কার্যালয়ঃ রুপায়ন এফ পি এবি টাওয়ার ২ (ষষ্ঠ তলা), নয়াপল্টন, কালভার্ট রোড, ঢাকা-১০০০, মোবাইলঃ০১৭১২ ৭০ ৬১ ৮৯ ব্যবস্থাপনা সম্পাদক কার্যালয়ঃ যমুনা সেতু বাজার, ভুঞাপুর, টাঙ্গাইল, মোবাইলঃ ০১৭১৫ ৬৬ ৫৪ ৬৭ বার্তা-বাণিজ্যিক কার্যালয়ঃ কোফিলউদ্দিন পাড়া, পাবনা, মোবাইলঃ ০১৭৭৯ ৬২ ৬০ ৬৯

G.L NO: 90/26

প্রিন্ট করুন