প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

জনপ্রিয়তার শীর্ষে ইসফা খাইরুল হক শিমুল

মোঃ খোরশেদ আলম লালন, স্টাফ রিপোর্টার

সংসদীয় আসন ৫৬, রাজশাহী ৫ পুঠিয়া দুর্গাপুর‌ ।
দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এই আসনে বিএনপির জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দখলে ছিল ।এই আসনে সবশেষ তথ্য মতে মোট পুরুষভোটার: ১,৬৯,১৪৫ নারী ভোটার:১,৬৮,০৫৫
তৃতীয় লিঙ্গ ভোটার: ৪
সবশেষ‌ এই আসনের সংসদ সদস্য ছিলেন আব্দুল ওয়াদুদ দ্বারা। কিন্তু ৫ই আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকার পতনের পরে এই আসনটি শূন্য হয়ে যায় । ফলে ভোটের মাঠে জামাত-বিএনপি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিস্তার লক্ষ্য করা যাচ্ছে ।
অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ।
ফলে ভোটের মাঠে প্রচার-প্রচারণায় ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল।জাতীয়তাবাদী দল বিএনপি’র এখনো কোন প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি,ফলে বিভিন্ন নেতাকর্মী উপজেলা জুড়ে ব্যানার ফেস্টুন মিটিং মিছিল সহ বিভিন্ন উপায়ে নিজেদের মধ্যে সুন্দর সুসম্পর্ক উন্নয়ন বিষয়ক পরামর্শ দিচ্ছেন। জনপ্রিয়তার দিক দিয়ে সবার শীর্ষে জনদরদী এই নেতা ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এই আসনে ধানের শীষের দলীয় মনোনয়ন দিয়ে নির্বাচন করার সুযোগ দিলে জনগণের আশা পূরণ হবে।

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে অনেক মামলার আসামি ছিলেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কেন্দ্রীয় এক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ সে বলেন আমি গিয়েছিলাম সেখানে তার জনপ্রিয়তা দেখে আমি মুগ্ধ । দোয়া করি এমন ভালো নেতা যেন প্রতিটি আসনে তৈরি হয়। এই আসনে তার জনপ্রিয়তার শীর্ষে আছেন, আমরাও চাই পুঠিয়া দুর্গাপুর রাজশাহী-৫, আসনে এমপি হিসেবে ।

পুঠিয়া দুর্গাপুরের মানুষ আমাকে যোগ্য মনে করে জনপ্রিয়তার শীর্ষে রেখেছেন। আমিও চাই তাদের সুখে-দুঃখে পাশে থাকতে । আমি আপনাদের কাছে দোয়া ও সহযোগিতা চাই। আমি এমপি হলে পুঠিয়া দুর্গাপুরের ব্যাপক উন্নয়ন করা হবে।

বাবার জীবন দর্শন,আদর্শ ছিল বিএনপির রাজনীতি করে সারা জীবন অতিবাহিত করেছেন। আমার পরিবার বিএনপির রাজনীতির আদর্শ পরিবার। এই আসনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। যদি দলের কেন্দ্রীয় নেতা হাইকমান্ড আমাকে যোগ্য মনে করেন বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি এই আসন থেকে নির্বাচন করব।
দীর্ঘদিন নির্যাতনের শিকার আমার পরিবার আমি সহ সেই দিক দেখে ত্যাগী নেতা হিসেবে, মহোদয় তারেক রহমান সাহেবের কাছে আকুল আবেদন, জন সেবা করতে এই আসনের মনোনয়ন পাওয়ার একান্ত দৃষ্টি কামনা করছি ।জনগনের আস্থা ভালোবাসা চাওয়া পাওয়া উন্নয়নে ব্যাপক পরিবর্তন করতে আমাকে এই আসনে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়।

উপজেলার বিভিন্ন বাজার,গ্ৰাম, ওয়ার্ড পর্যায়ে ঘুরে ইতিমধ্যে এই নেতার সুনাম ও জনপ্রিয়তায় মানুষ মুগ্ধ। হাজার হাজার মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে এমপি হিসেবে তাকেই চাই। এই আসনের জনগণের একটাই দাবি জনগনের সার্বিক উন্নয়নের জন্য একটি বার ইসফা খাইরুল হক শিমুলকে চাই। দলের নীতি নির্ধারকরা দলীয় মনোনয়ন মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ দেন এই প্রত্যাশা।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদক কার্যালয়ঃ রুপায়ন এফ পি এবি টাওয়ার ২ (ষষ্ঠ তলা), নয়াপল্টন, কালভার্ট রোড, ঢাকা-১০০০, মোবাইলঃ০১৭১২ ৭০ ৬১ ৮৯ ব্যবস্থাপনা সম্পাদক কার্যালয়ঃ যমুনা সেতু বাজার, ভুঞাপুর, টাঙ্গাইল, মোবাইলঃ ০১৭১৫ ৬৬ ৫৪ ৬৭ বার্তা-বাণিজ্যিক কার্যালয়ঃ কোফিলউদ্দিন পাড়া, পাবনা, মোবাইলঃ ০১৭৭৯ ৬২ ৬০ ৬৯

G.L NO: 90/26

প্রিন্ট করুন