প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

নীলফামারী দুই আসনে জনপ্রিয়তার শীর্ষে সাইফুল্লাহ রুবেল

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি

নীলফামারী দুই আসনে জনপ্রিয়তার শীর্ষে জনাব সাইফুল্লাহ রুবেল তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপির সদস্য সচিব পদে বর্তমান রয়েছেন। ইতিমধ্যে নীলফামারী দুই আসনের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, গ্রামে, গ্রামে এলাকায় এলাকায় ঘুরে দেখা যায় জনাব সাইফুল্লাহ রুবেলের জনপ্রিয়তা বেশ চমক দেখার মত সাধারণ জনগণ বলতেছে তিনি যদি এমপি হয়ে আমাদের মাঝে আসেন আমাদের গত সময়ে যারা অনেক রকমের এলাকার উন্নয়ন করবে বলে আশা আকাঙ্ক্ষা দিয়ে গেছে কিন্তু তারা কোনদিনও সাধারণ জনগণের কথা চিন্তা করেনি বা কোন উন্নয়ন তাদের দিয়ে হয়নি। তাইতো আমরা সব ধরনের মানুষ দল মত নির্বিশেষে জনাব সাইফুল্লাহ রুবেলকে নীলফামারী দুই আসনের এমপি হিসেবে দেখতে চাই। তিনি পারবেন আমাদের সব ধরনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাইফুল্লা রুবেলের বিকল্প নেই। এবং বিষয়টি নিয়ে কথা হয় সচেতন মহলের সাথে একই কথা সচেতন মহলের বলেন যে যারা এমপি হয় সাধারণ জনগণের কথা সচেতন নাগরিকদের মনোভাব এড়িয়ে চলে এবং কোন চিন্তাই নেই জনগণের। তাইতো আমরা সচেতন নাগরিক এবার চিন্তা করেছি জনাব সাইফুল্লাহ রুবেলকে আমাদের সকলের মূল্যবান ভোটটি তাকে উপহার দেবো যদি আল্লাহতালার রহমতে নীলফামারী দুই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে মনোনয়ন প্রাপ্ত হন। আর হবেন বলে আশা করেছেন নীলফামারী দুই আসনের সচেতন নাগরিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০, বার্তা কার্যালয়ঃ টাংগাইল, ঢাকা।

অফিস মোবাইল নম্বরঃ ০১৭৭৯ ৬২ ৬০ ৬৯

G.L NO: 90/26

প্রিন্ট করুন