প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

ঈশ্বরদী ফায়ার সার্ভিসকে ল্যান্ডফোন উপহার দিল “দৈনিক অন্য দেশ”

ইউ বি টিভি ডেস্ক

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে একটি ল্যান্ডফোন উপহার দিয়েছে ঈশ্বরদী থেকে নতুন প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক অন্য দেশ।” বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বাপ্পীর হাতে ল্যান্ডফোনটি তুলে দেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মো. সাঈদ হাসান।
সাঈদ হাসান জানান, ফায়ার সার্ভিস স্টেশনে সেবা নিতে এসে তিনি বিড়ম্বনার শিকার হন। ওই অভিজ্ঞতার পর সেবার মান বাড়ানোর উদ্দেশ্যে এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই ল্যান্ডফোন উপহার দেওয়া হয়েছে।
ফায়ার স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে ওয়্যার হাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বাপ্পীর পাশাপাশি উপস্থিত ছিলেন লিডার আব্দুল মজিদ, সিনিয়র ফায়ার ফাইটার জাফর আলী, ড্রাইভার এমদাদুলসহ স্টেশনে কর্মরত অন্যান্য সদস্যরা।
সাংবাদিকদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত এর ঈশ্বরদী প্রতিনিধি শহিদুল্লাহ খান, দৈনিক ইনকিলাব এর প্রতিনিধি সেলিম আহমেদ এবং সাপ্তাহিক ঈশ্বরদী বার্তা’র বার্তা সম্পাদক ওহিদুল ইসলাম সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে ঈশ্বরদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে “দৈনিক অন্য দেশ” পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০, বার্তা কার্যালয়ঃ টাংগাইল, ঢাকা।

অফিস মোবাইল নম্বরঃ ০১৭৭৯ ৬২ ৬০ ৬৯

G.L NO: 90/26

প্রিন্ট করুন