প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

কালাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু

সিনিয়র স্টাফ রিপোর্টার শ্রী রামবাবু বর্মন

সারা দেশের মতো জয়পুরহাটের কালাই উপজেলাতেও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) মহাষষ্ঠী থেকে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে পাঁচ দিনব্যাপী এ মহোৎসব।

এবার কালাই উপজেলায় ২৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা জাঁকজমকভাবে অনুষ্ঠিত হচ্ছে। পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদকরা জানান, এবারে প্রশাসনের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা পূর্বের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।

শাস্ত্র মতে, দেবী দুর্গা দুঃখ-কষ্ট, ভয় ও বাধা-বিঘ্ন থেকে ভক্তদের রক্ষা করেন। মার্কণ্ডেয় পুরাণে উল্লেখ আছে, ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র রাবণবধের পূর্বে দেবী মহামায়ার কাছে শক্তি প্রার্থনা করেছিলেন। সেই ঐতিহ্য থেকেই শরৎকালে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে, যা আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসবে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০, বার্তা কার্যালয়ঃ টাংগাইল, ঢাকা।

অফিস মোবাইল নম্বরঃ ০১৭৭৯ ৬২ ৬০ ৬৯

G.L NO: 90/26

প্রিন্ট করুন