প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ত্রিশালে নিহত মায়ের সন্তানের পরিবারের পাশে তারেক রহমান

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

২০২২ সালের ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় প্রাণ হারান এক গর্ভবতী মা। দুর্ঘটনার পর অলৌকিকভাবে জন্ম নেয় তার গর্ভের সন্তানটি। সেই থেকে শিশুটি ও তার পরিবারকে নিয়মিতভাবে সহযোগিতা করে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এই ধারাবাহিকতায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী পাঠান তিনি। তার পক্ষ থেকে এসব সামগ্রী শিশুটির পরিবারের হাতে তুলে দেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন।

শিশুটির পরিবার জানায়, দুর্ঘটনার পর থেকে তারা নিয়মিতভাবে প্রয়োজনীয় সহায়তা পেয়ে আসছেন। সহায়তার হাত অব্যাহত রাখায় তারা তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, এক হৃদয়বিদারক দুর্ঘটনার পর যে শিশু অলৌকিকভাবে বেঁচে গেছে, তার পাশে থেকে তারেক রহমানের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০, বার্তা কার্যালয়ঃ টাংগাইল, ঢাকা।

অফিস মোবাইল নম্বরঃ ০১৭৭৯ ৬২ ৬০ ৬৯

G.L NO: 90/26

প্রিন্ট করুন