প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

শারদীয় দূর্গাপূজায় লালমনিরহাট জেলা বাসীকে শুভেচ্ছা জানালেন যুবদল এর আহ্বায়ক ভিপি আনিছ

চয়ন কুমার রায় লালমনিরহাট

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পরিণত হয়েছে সর্বজনীন আনন্দোৎসবে। প্যান্ডেলের সাজসজ্জা, ঢাকের বাদ্য, নতুন পোশাক আর বন্ধু-বান্ধবদের মিলনমেলায় ভরে ওঠে চারপাশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনার উৎসব হিসেবে এটি এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন সমান আনন্দ ভাগাভাগি করতে পারে এটাই প্রত্যাশা।”

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজস্ব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। দুর্গোৎসবকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনসহ স্থানীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শেষে যুবদল এর আহ্বায়ক মোঃ আনিছুর রহমান ভিপি আনিছ
সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০, বার্তা কার্যালয়ঃ টাংগাইল, ঢাকা।

অফিস মোবাইল নম্বরঃ ০১৭৭৯ ৬২ ৬০ ৬৯

G.L NO: 90/26

প্রিন্ট করুন