প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

অভিনন্দন আলীকদম উপজেলা!

বান্দরবান প্রতিনিধ শাহাদাত হোসেন বাপ্পি

দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলীকদম উপজেলা ফাইনাল ম্যাচে নাইক্ষ্যংছড়ি উপজেলাকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয়।
খেলায় প্রথম থেকেই দুই দল হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠ কাঁপিয়ে তোলে।
আলীকদমের খেলোয়াড়রা একাগ্রতা ও দলীয় চেতনার মাধ্যমে জয় নিশ্চিত করে।
দর্শকদের উচ্ছ্বাস ও উৎসাহে পুরো মাঠ প্রকম্পিত হয়ে ওঠে। এই গৌরবময় অর্জনে আলীকদম উপজেলার সকল খেলোয়াড়, কোচিং স্টাফ, সংগঠক ও সমর্থকদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এই জয় শুধু একটি খেলার ফল নয় — এটি আলীকদমের সাহস, ঐক্য, ও প্রতিভার প্রতিচ্ছবি।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন