প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

পাইকগাছায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-খুলনার পাইকগাছায় শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।কর্মসূচিটি ছিল দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ।উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেকের পরিচালনায় কর্মসূচি শুরু হয়। বিকেল ৪টায় পাইকগাছা থানা মসজিদে আসর নামাজ শেষে নেতাকর্মীরা পৌরসভা চত্বরে সমবেত হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ, জেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, ছাত্র শিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবুজার গিফারী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, কাজী তানজিদ আলম, অ্যাডভোকেট আব্দুল মজিদ, প্রফেসর আব্দুল মমিন সানা, মাওলানা শেখ কামাল হোসেনসহ আরও অনেকে। এছাড়া পাইকগাছা ও কয়রা উপজেলা জামায়াত এবং স্থানীয় ইসলামী আন্দোলনের নেতারাও এতে অংশ নেন।বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের ওপর জোর দিয়ে বলেন,এ লক্ষ্যে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন অপরিহার্য। আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ বলেন,“ফ্যাসিবাদী প্রথা দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।”বক্তাদের অভিযোগ, দেশের কিছু রাজনৈতিক দল এখনো পিআর পদ্ধতির বিষয়ে সঠিক জ্ঞান রাখে না। তাদের মতে, “আমরা মনে করি, তারা রাজনৈতিকভাবে এখনো অপরিপক্ব।”বক্তারা আরও বলেন, আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতেই জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হতে পারে। প্রতিটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের আসন বণ্টন হলে গণতন্ত্র শক্তিশালী হবে। অন্যথায় সুষ্ঠু গণতান্ত্রিক বিকাশ সম্ভব নয় বলে তারা মন্তব্য করেন।সমাবেশে জামায়াতে ইসলামী তাদের ৫ দফা দাবি তুলে ধরে অবিলম্বে তা বাস্তবায়নের আহ্বান জানায়।বক্তারা বলেন,এসব দাবি মেনে নিলেই কেবল দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০, বার্তা কার্যালয়ঃ টাংগাইল, ঢাকা।

অফিস মোবাইল নম্বরঃ ০১৭৭৯ ৬২ ৬০ ৬৯

G.L NO: 90/26

প্রিন্ট করুন