প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

শিল্পা-রাজের বিরুদ্ধে ৬০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ইউ বি টিভি ডেস্ক

বিনিয়োগের নামে ব্যবসায়ীর কাছ থেকে ৬০ কোটি রুপি নেওয়ার অভিযোগ এসেছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এ কারণে তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ; মামলার তদন্ত করছে অর্থনৈতিক অপরাধ দমন শাখা।
ভারতীয় গণমাধ্যমের খবর, এই তারকা দম্পতি তাদের বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এর বিনিয়োগের নামে টাকাটি নেয়।
ভুক্তভোগী সেই ব্যবসায়ী দীপক কোঠারির অভিযোগ, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে এই দম্পতি ব্যবসা সম্প্রসারণের অজুহাতে তার কাছ থেকে মোট ৬০ কোটি রুপি নেন। কিন্তু পরে জানা যায়, সেই অর্থ ব্যক্তিগত খরচে ব্যবহার করা হয়েছে। প্রথমে এই টাকা ঋণ হিসেবে নেওয়া হলেও পরে তা বিনিয়োগ হিসেবে দেখানো হয়, যাতে কর সাশ্রয় হয়।
এ নিয়ে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা এ সকল অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিদ্বেষপ্রসূত মামলা, যা শুধুমাত্র তাদের মানহানি করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন