প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

জিরো ফিগার হতে রুবিনা কী খেয়েছিলেন ?

ইউ বি টিভি ডেস্ক

ইন্ডাস্ট্রির প্রেশার এবং বডি শেমিং নিয়ে নিজ ক্যারিয়ারের শুরুতে বেশ চিন্তিত ছিলেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী রুবিনা দিলায়েক। অতঃপর এই অভিনেত্রী নিজেকে জিরো ফিগার করতে দৃঢ়প্রতিজ্ঞ হন। টানা এক বছর ধরে কেবল একটি বিশেষ সবজির স্যুপ খেয়েছেন রুবিনা। জানেন কেউ, সেটা কীসের স্যুপ ছিল ?
ভারতীয় গণমাধ্যমকে রুবিনা দিলায়েক বলেন, আমার প্রথম একটি টিভি শোতে আমার চেহারার জন্য আমাকে সবার সামনে আজেবাজে কথা বলা হয়েছিল। ওই সময় আমার মন খুব খারাপ হয়ে যায়। এরপর আমি এক বছরের জন্য কেবল সিদ্ধ পালং শাকের স্যুপ পান করেছি এবং নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি জিরো ফিগার বানিয়েই ছাড়বো।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি ওজন কমিয়েছি, কিন্তু একই সঙ্গে আমাকে দুর্বল এবং ফ্যাকাশে দেখাতে শুরু করে। তখন আমার এনার্জি খুব কমে গিয়েছিল। সেই সময়ের দিকে ফিরে তাকালে আমার মনে হয়, ওই সময় আমি কী ভাবছিলাম ? আমি নিজেকে কী ভেবেছিলাম ?
জানা গেছে, শোবিজে আসার আগে একদম সাধারণ এবং পুষ্টিকর ডায়েট অনুসরণ করতেন রুবিনা। তিনি তখন ঘি, দুধ, দই, সব কিছু খেতেন। কিন্তু গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আসার পর তার খাদ্যাভ্যাস পুরোপুরি বদলে যায় এবং তার প্রভাব পড়ে তার শরীরেও।
এই বিষয়ে রুবিনা বলেন, ইস! কেউ যদি আমাকে সেই সময় শিখিয়ে দিত যে আমি যেমন আছি তেমনভাবেই নিজেকে গ্রহণ করা উচিত তাহলে কী ভালোই না হতো।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন