চাচ্চু আমার পিতার সমতুল্য,
এই দিনেই উনার জন্ম,
জন্মদিনে জানাই সহস্র সালাম,দুহাতের প্রার্থনায় রত বিধাতার কাছে তিনি যেনো সুস্থ থাকেন সাহিত্য চর্চায় রহেন প্রাণবন্ত,
তাতেই আমরা ধন্য।
চাচ্চু যে জ্ঞানের ,সাহিত্যের রত্নখনি জানে সকল দক্ষিণ চট্টলাবাসী।
তাই নিয়ে গর্ব মোদের সারা কক্সবাজারবাসী।
ধন্য মোরা ধন্য এমন পিতার জন্য।

কলমে: কামরুন তানিয়া