
আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর ভরসাই জীবনের মূল শক্তি ✨
পেছনে ফিরে তাকাও—
যত ঝড়-ঝাপটা, কষ্ট, পরীক্ষা-নিরীক্ষা তুমি পেরিয়ে এসেছো, তার মাঝেও আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। যতটুকুই পেয়েছো, সেটা তাঁর দয়া ছাড়া সম্ভব হতো না। তাই কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ কৃতজ্ঞ মানুষ কখনো অভাবী হয় না। 💫
আবার সামনে তাকাও—
ভবিষ্যৎ নিয়ে হয়তো দুশ্চিন্তা আসতে পারে। কিন্তু মনে রেখো, যে আল্লাহ তোমার অতীত সামলে দিয়েছেন, তিনিই তোমার আগামীটাকে সুন্দর করবেন। শুধু তাঁর উপর ভরসা রাখো। কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার চাওয়ার চেয়ে অনেক বড়, অনেক ভালো। 🌺
👉 জীবনের আসল শান্তি আসে তখনই, যখন তুমি অতীতের জন্য শুকরিয়া আদায় করো আর ভবিষ্যতের জন্য আল্লাহর উপর নির্ভর করো।।😌🌸