
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, গণমানুষের নেতা হাবিবুর রহমান সেলিম রেজা গণসংযোগ করেন।
শুক্রবার বিকাল ৩টা থেকে বিকেল ৬টা পর্যন্ত উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন গণমানুষের নেতা মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা সভাপতি নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি যুক্তরাষ্ট্রের,
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ব্যারিস্টার মঈন ফিরোজী সহ রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ নূর হোসেন মোঃ জাকারিয়া সুমন সাবেক সভাপতি ছাএদল রাজাপুর উপজেলা, রাজাপুর মঠবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, ৩নং সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মতিউর রহমান টুকু মৃধা, সাবেক সহসভাপতি যুবদল সোহেল আহমেদ তানভির কাঠালিয়া উপজেলা,
সব শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
পথসভায় বক্তব্যে মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার উন্নয়নের নামে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে, আমাদের ওপর ব্যাপক নির্যাতন করেছে, আমাদের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর হয়রানি করছে।
তিনি আরো বলেন, বিএনপির কাছে দেশ ও জনগণের অনেক প্রত্যাশা রয়েছেন, আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করা পর্যন্ত আমাদেরকে রাজ পথে থাকতে হবে,যাতে করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পূণরায় কোন ভাবেই যেন নতুন করে মাথা তুলে দাঁড়াতে না পারে।
তিনি আরো বলেন, আমি ঝালকাঠি -১ আসনে দলের একজন মনোনয়ন প্রত্যাশী, আরো একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন,দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবো, কারণ ব্যক্তির চেয়ে দলকে সবার আগে প্রাধান্য দিতে হবে।
গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন