প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

নওগাঁয় মিষ্টান্ন ভান্ডারের দরজা ভেঙে চুলার ছাই ছিটিয়ে প্রায় ৩০ হাজার টাকা দই-মিষ্টি নষ্ট করেছে দুর্বৃত্তরা

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর রাণীনগরে এক মিষ্টান্ন ভান্ডারের দরজা ভেঙে চুলার ছাই ছিটিয়ে প্রায় ৩০ হাজার টাকার দই-মিষ্টিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলার আবাদপুকুর বাজারের চার মাথা এলাকার বিসমিল্লাহ মিষ্টান্ন ভান্ডারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে থানায় লিখিত অভিযোগ করেছেন দোকানটির মালিক জিয়াদুল ইসলাম। দোকানের মালিক জিয়াদুল ইসলাম বলেন, সারা দিন ব্যবসা শেষে রাত সাড়ে ৯টার দিকে দোকানে তালা দিয়ে বাড়িতে চলে যাই। ভোররাতে এসে দেখি- দোকানের পেছনের দরজা ভেঙে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে রান্নার চুলা থেকে ছাই নিয়ে দোকানে থাকা দই, মিষ্টি ও অন্যান্য খাবার তৈরির সরঞ্জামাদিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীতে তা ছিটিয়ে দিয়ে নষ্ট করেছে।

এতে প্রায় ৩০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।জিয়াদুল বলেন, দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ৩ হাজার ৭০০ টাকা এবং দোকানের নতুন ও পুরোনো চুক্তিনামাপত্র চুরি করে নিয়ে গেছে। পূর্বশত্রুতার জেরে কেউ এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে রাণীনগর থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই আব্দুল জব্বার বলেন, এ ঘটনায় জিয়াদুল হক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন