প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

তারাকান্দায় গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

হাকীম মোঃ আবুল কালাম ময়মনসিংহ জেলা প্রতিনিধি

📍 ১৪৬ ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসন গণঅধিকার পরিষদ-এর মনোনয়ন প্রত্যাশী শাহ্ সুলতান মৃধা ভাইয়ের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ তারাকান্দা উপজেলায় ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

🔸 সকাল থেকে শুরু হওয়া এই প্রচার কার্যক্রমে স্থানীয় বাজার, জনবহুল এলাকা ও বাড়ি-বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করা হয়। এতে দলের নীতিমালা, জনকল্যাণমুখী পরিকল্পনা ও প্রার্থীর ভূমিকা তুলে ধরা হয়।

🗣 প্রার্থীর বক্তব্য:

শাহ্ সুলতান মৃধা বলেন:
“গণঅধিকার পরিষদ এই দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। জনগণের রায় নিয়ে যেন তাদের প্রকৃত প্রতিনিধি হতে পারি, সে লক্ষ্যে এই প্রচারণা চলছে। তারাকান্দা-ফুলপুরের মানুষের ভালোবাসাই আমাদের শক্তি।”

🗣 স্থানীয় নেতার বক্তব্য:

আনোয়ারুল ইসলাম বলেন:
“শাহ্ সুলতান মৃধার মত একজন যোগ্য, সৎ ও সাহসী মানুষ সংসদে দরকার। আমরা জনগণের দুয়ারে গিয়ে তার বার্তা পৌঁছে দিচ্ছি।”

✅ উপস্থিত নেতৃবৃন্দ:

শাহ্ সুলতান মৃধা

আনোয়ারুল ইসলাম

সোহাগ হাসান রানা

রাশিদুল ইসলাম

শাহাদাত হোসেন

সারোয়ার জাহান

আলামিন ফকির

নাহিদ ইসলাম
এছাড়াও এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি ও তরুণ কর্মী উপস্থিত থেকে কর্মসূচি সফল করে তোলেন।

🔖 গণঅধিকার পরিষদ বিশ্বাস করে, জনগণের শক্তিতে ভর করেই নতুন রাজনৈতিক ধারার উন্মেষ ঘটবে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন