প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

আবার একটা যুদ্ধ হবে

মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল

আমজনতা পাইয়া গেছে বছর শেষে ফলাফল
‎জনগনের পয়সা মেরে শীতল গাড়িতে চলাচল,
‎আসল কথা কেউ বলে না নকল নিয়া হুলুস্থুল
‎উচিৎ কথা বলতে গেলে সেথা লাগে গন্ডগোল।
‎
‎ক্ষমতার ওই চেয়ার পেতে হয়ে গেছে মরিয়া
‎তাদের শুধু চেয়ারটা চাই হাতে পায়ে ধরিয়া,
‎চান্দাবাজি ধান্ধাবাজি বাদ দিবো না কোনদিন
‎মরছে যারা তাদের প্রতি কৃতজ্ঞতা চিরদিন।
‎
‎লাশের উপর দাঁড়িয়ে ভাষণ দেয় ওই আমলা
‎সিঙারা আর বিড়ি খাইয়া হাততালি দেয় কামলা,
‎নেতারা তো আশ্বাস দিয়া ঘুমান গিয়া শান্তিতে
‎কর্মী যারা তারা থাকেন রাস্তার পাশে ক্লান্তিতে।
‎
‎লেখা পড়া ছাইড়া দিছে উঠতি বয়েসি পোলাপান
‎সারাদিন-ই দিয়া বেড়ায় সংস্কার চাই স্লোগান,
‎কি চায় তারা বুঝতে গেলে বিপদ আরো বাড়ে
‎স্বৈরাচারী দালাল বলে সবাই মিলে মারে।
‎
‎গেছে যারা তারা নিছে হাজার কোটি অর্থ
‎আমরা যদি না নেই তবে এই কমিটি ব্যর্থ,
‎ছেলের নামে বাবা এখন দখল বাজির গুরু
‎ঘুমিয়ে আছে আইন প্রশাসন খেলা কেবল শুরু।
‎
‎পিয়ন গুলো’ও কম যায়না কথা কয় না কমে
‎এক’শো কোটি নগদ গুনে প্রতি দমে দমে,
‎কয়েক মাসে নিয়ে গেছে হাজার কোটি টাকা
‎জনগনের কর্ম সাড়া বাজারের ব্যাগ ফাঁকা।
‎
‎গুরুজন সব বুদ্ধি বেইচা নিঃস্ব হয়ে বাঁচে
‎পোলাপানের পিছে এখন লেজ নাড়িয়ে নাচে,
‎আবার একটা যুদ্ধ হবে বুঝবি সেদিন তোরা
‎অপরাধের প্রাসাদ সেদিন ভেঙে হবে গুঁড়া।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন