
আমজনতা পাইয়া গেছে বছর শেষে ফলাফল
জনগনের পয়সা মেরে শীতল গাড়িতে চলাচল,
আসল কথা কেউ বলে না নকল নিয়া হুলুস্থুল
উচিৎ কথা বলতে গেলে সেথা লাগে গন্ডগোল।
ক্ষমতার ওই চেয়ার পেতে হয়ে গেছে মরিয়া
তাদের শুধু চেয়ারটা চাই হাতে পায়ে ধরিয়া,
চান্দাবাজি ধান্ধাবাজি বাদ দিবো না কোনদিন
মরছে যারা তাদের প্রতি কৃতজ্ঞতা চিরদিন।
লাশের উপর দাঁড়িয়ে ভাষণ দেয় ওই আমলা
সিঙারা আর বিড়ি খাইয়া হাততালি দেয় কামলা,
নেতারা তো আশ্বাস দিয়া ঘুমান গিয়া শান্তিতে
কর্মী যারা তারা থাকেন রাস্তার পাশে ক্লান্তিতে।
লেখা পড়া ছাইড়া দিছে উঠতি বয়েসি পোলাপান
সারাদিন-ই দিয়া বেড়ায় সংস্কার চাই স্লোগান,
কি চায় তারা বুঝতে গেলে বিপদ আরো বাড়ে
স্বৈরাচারী দালাল বলে সবাই মিলে মারে।
গেছে যারা তারা নিছে হাজার কোটি অর্থ
আমরা যদি না নেই তবে এই কমিটি ব্যর্থ,
ছেলের নামে বাবা এখন দখল বাজির গুরু
ঘুমিয়ে আছে আইন প্রশাসন খেলা কেবল শুরু।
পিয়ন গুলো’ও কম যায়না কথা কয় না কমে
এক’শো কোটি নগদ গুনে প্রতি দমে দমে,
কয়েক মাসে নিয়ে গেছে হাজার কোটি টাকা
জনগনের কর্ম সাড়া বাজারের ব্যাগ ফাঁকা।
গুরুজন সব বুদ্ধি বেইচা নিঃস্ব হয়ে বাঁচে
পোলাপানের পিছে এখন লেজ নাড়িয়ে নাচে,
আবার একটা যুদ্ধ হবে বুঝবি সেদিন তোরা
অপরাধের প্রাসাদ সেদিন ভেঙে হবে গুঁড়া।