প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

দিনাজপুরে প্রথমবারের মত শিয়া মুসলিম সম্প্রদায়ের তাজিয়া মিছিল অনুষ্ঠিত

মো: মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি

এই প্রথমবার দিনাজপুর শহরের রাস্তায় সরাসরি শিয়া মুসলিম সম্প্রদায়ের তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণত এই অঞ্চলে এমন আয়োজন এর আগে কখনো দেখা যায়নি। হঠাৎ করেই একদল মানুষ কালো পোশাকে, নির্দিষ্ট ছন্দ উচ্চারণ ও ঢোলের শব্দে একটি পথযাত্রা বের করে। বিষয়টি দেখে অনেকেই থমকে যান। “এরা কারা ও কেন এদের এমন আয়োজন?” অনেকের মনে প্রশ্নও উঠেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫)
বিকেল ৩টায় দিনাজপুর গোর -এ-শহীদ বড়মাঠ থেকে শিয়া সম্প্রদায়ের একদল মানুষ এক বিশাল তাজিয়া মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোর-এ-শহীদ বড় মাঠে এসে শেষ হয়। এই তাজিয়া মিছিলে পুরুষ, নারী ও শিশুসহ বিভিন্ন বয়ষের মানুষ অংশ্রহণ করেন।
শিয়া মুসলিমরা মহররম মাসের ১০ তারিখে আশুরা উপলক্ষে এই তাজিয়া মিছিল করে থাকেন। হজরত ইমাম হোসাইন (রা.) কারবালার যুদ্ধে নিহত হন। তারই স্মরণে এই মিছিল। একে ‘কারবালার শোকযাত্রা’ বলা হয়।
মিছিলে কালো পোশাক পরিহিত একদল মানুষ হাতে বাঁশ, ব্যানার, তাজিয়া নিয়ে ঢোলের শব্দে তাল মিলিয়ে শহর প্রদক্ষিণ করেন।
তারা কারবালার ঘটনা স্মরন করেন। এ ধরনের আয়োজন দিনাজপুরে সচরাচর দেখা যায়নি। সাধারণ মানুষের কাছে এটি ছিল নতুন ও অপ্রত্যাশিত। কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করে রেখেছেন। অনেকে রাস্তায় দাঁড়িয়ে কৌতূহলভরে পর্যবেক্ষণও করেছেন।
শিয়া মুসলমানরা মূলত ইরান, ইরাক, লেবানন, বাহরাইন ও পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ।
বাংলাদেশে তাদের সংখ্যা কম হলেও ঢাকাসহ কয়েকটি জেলায় সক্রিয়ভাবে তারা মহররম পালন করে থাকেন।

তাজিয়া মিছিলের মাধ্যমে তারা কারবালার ঘটনাকে স্মরণ করেছেন।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন