প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

৭২ ঘণ্টার ধর্মঘটের হুমকি দিলেন পরিবহন মালিক সমিতি

রুবিনা শেখ

পুরোনো বাণিজ্যিক মোটরযানের
ইকোনমিক লাইফ (অর্থনৈতিক
আয়ুষ্কাল) বৃদ্ধি, সড়ক পরিবহন আইন
সংশোধনসহ আট দফা দাবিতে সারা
দেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট করার
ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয়
পরিষদ। পরিষদ বলেছে, আগামী ১১ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়নের
উদ্যোগ নেওয়া না হলে ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত সারা দেশে সব ধরনের
বাণিজ্যিক যানবাহন (বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার) ও হালকা
যানবাহন চলাচল বন্ধ থাকবে।
জাতীয় প্রেসক্লাবের
আবদুস সালাম হলে গতকাল রোববার
সকালে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেয় সমন্বয় পরিষদ। সংবাদ সম্মেলনে
সংবাদ সম্মেলনে ঘোষণা
১১ আগস্টের মধ্যে দাবি
মানার উদ্যোগ না নিলে
পরদিন সকাল থেকে ধর্মঘট।
পুরোনো মোটরযানের
বিরুদ্ধে চলমান অভিযান
স্থগিত চান মালিক-শ্রমিকেরা।
আট দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হচ্ছে সড়ক পরিবহন আইন,
২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারা সংশোধনসহ
অতিরিক্ত কিছু ধারা পুনর্বিবেচনা
বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক
লাইফ ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে
৩০ বছর করা; এই সমস্যা নিরসন না
হওয়া পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ২০ ও ২৫বছরের পুরোনো মোটরযানের বিরুদ্ধে
অভিযান স্থগিত রাখা; বাণিজ্যিক
যানবাহনের ওপর দ্বিগুণ অগ্রিম আয়কর প্রত্যাহার করে আগের হার
বহাল রাখা,রিকন্ডিশন্ড বাণিজ্যিক গাড়ি আমদানির মেয়াদ ৫ বছর থেকে
বাড়িয়ে ১২ বছর করা, দুর্ঘটনায় জব্দ
করা গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের
জিম্মায় ফিরিয়ে দেওয়ার বিধান বাস্তবায়ন, মেয়াদোত্তীর্ণ যানবাহনের
জন্য স্ক্র্যাপ নীতিমালা প্ৰণয়ন,
মহাসড়কে অটোরিকশা, টেম্পো ও অনুমোদনহীন হালকা যান পৃথক লেনে
চালানোর ব্যবস্থা; ড্রাইভিং লাইসেন্স
দ্রুত ডেলিভারি
শ্রমিক ফেডারেশনের ১২ দফা বাস্তবায়ন ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব
মো. সাইফুল আলম বলেন, পুরোনো যানবাহন পরিবেশদূষণের জন্য দায়ী
নয়; বরং অপরিকল্পিত জ্বালানি ব্যবহার
ও যন্ত্রাংশের অনিয়মিত রক্ষণাবেক্ষণ
এর জন্য দায়ী। তাই যেসব গাড়ি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হবে না, সেগুলো চলাচলে অযোগ্য ঘোষণা
করতে হবে। পুরোনো যানবাহনের চলাচলে পুরোনো নিয়ম বহাল রেখে
মেট্রোপলিটন এলাকার বাইরে ফিটনেস সাপেক্ষে চলার অনুমতির
দাবি জানানো হয়।
এম এ বাতেন, মহাসচিব মো. সাইফুল আলম, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স
অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ
চন্দ্র ঘোষ, সহসাধারণ সম্পাদক এম
হুমায়ূন কবির, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক • ফেডারেশনের
সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান
প্ৰমুখ সারা দেশে মেয়াদোত্তীর্ণ
যানবাহনের বিরুদ্ধে ২০ জুলাই অভিযান শুরু করেছে বিআরটিএ। এই
অভিযানের মধ্যে গতকাল পরিবহন মালিক-শ্রমিক নেতারা ধর্মঘটের
হুঁশিয়ারি দিলেন।
বিআরটিএ সূত্র জানায়, ২০
বছরের পুরোনো বাস আছে ১৭ হাজার ৫০০টি ও মিনিবাস আছে ২১ হাজার
৬৬৯টি। এ ছাড়া ২৫ বছরের পুরোনো ট্রাক আছে ৩৮ হাজার ৮৬১টি, কাভার্ড
ভ্যান ৫৬১টি, ট্যাংকার ১ হাজার ৭১৮টি। মোট মেয়াদোত্তীর্ণ যানবাহন
আছে ৮০ হাজার ৩০৯টি।
পরিবহন মালিক-শ্রমিকেরা সড়ক পরিবহন আইনের ৯৮ এবং ১০৫ ধারা
সংশোধনের দাবি জানিয়েছেন। এই
দুটি অজামিনযোগ্য ধারা জামিনযোগ্য
করার প্রস্তাব দিয়েছেন তাঁরা। একই সঙ্গে দুর্ঘটনায় শাস্তি ৫ বছরের
কারাদণ্ড থেকে কমিয়ে ৩ বছর করার
এবং জরিমানা ৯০ শতাংশ পর্যন্ত কমানোর প্রস্তাব এর আগেও করা
হয়েছিল। গত ২২ জুন বিদ্যুৎ ভবনে এক সভায় সড়ক পরিবহন আইন
সংশোধন নিয়ে পরিবহনমালিকদের
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন
মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি এই দাবিগুলোর বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন