
ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম-এর সিইও রিপন মিয়া এবং তানভীর এর গ্রেফতার ও কিউকম এবং ফোস্টার গেটওয়েতে গ্রাহকের আটকে থাকা টাকা অনতিবিলম্বে ফেরতের এবং ১১ দফা দাবিতে ভুক্তভোগীরা
জাতীয় প্রেসক্লাবে সামনে 27/জুলাই 2025 সকাল
10 টায় মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা
১। গেটওয়েতে থাকা
অবশিষ্ট টাকাগুলো দ্রুততম সময়ে ছাড়াকরন নিশ্চিত করা
২। ফস্টারের এ্যাকাউন্ট এ জমাকৃত টাকার উপর অর্জিত ইন্টারেস্ট এর টাকাগুলো গ্রাহদের প্রাপ্য, সেগুলো দিয়ে
ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ প্রদান করা ।
৩। ব্যাংক ডিপজিট এর টাকাগুলো যেটা গ্রাহক কিউকমের ব্যাংকে প্রদান করেছে এবং যা কিউকম সহ রিপন মিয়া
খরচ করেছেন সেগুলোর দ্রুততম সময়ে ফিরতের ব্যবস্থা করা।
৪। কিউকমের সিইও রিপন মিয়ার সম্পদের ব্যাপারে তদন্ত করা,, যা গ্রাহদের অর্থ দ্বারা করা হয়েছে।
৫। আমরা খবর পেয়েছি নামে বেনামে তার অনেকগুলো গাড়ি আছে,, ৩ টা ফ্লাট আছে, যার একটা বনানী,
একটা বারিধারায়, এবং আরেকটি ধানমন্ডি তে অবস্থিত সেগুলোর ব্যাপারে তদন্ত করা,,সেটা যদি গ্রাহকদের
টাকা দিয়ে কেনা হয় তাহলে সেটা বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা প্রদান করা।
৬ । গ্রাহকদের টাকায় বিভিন্ন প্রজেক্ট এ ইনভেস্টকৃত টাকার তদন্ত করা ।
৭। তার ব্যাংকের জমাকৃত টাকা এবং বিভিন্ন ফিক্সড ডিপোজিট যেটা কিনা গ্রাহকদের টাকা দিয়ে করা সেগুলোর
ব্যাপারে তদন্ত করা ।
৮। সকল ই-কমার্সের স্ক্যামারদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা ।
৯। বাংলাদেশে আর যেন কেউ এই ধরনের প্রতারণা না করতে আরে সেই ব্যবস্থা গ্রহন করা
১০। বিভিন্ন গ্রাহকদের বিভিন্ন সময় নানান ধরনের হুমকি ধামকি সহ হয়নারি বন্ধ করা। ভোক্তার জমাকৃত সকল
অভিযোগ দ্রুততম সময়ে ফয়সালা করা।
১১। আমাদের ন্যায্য পাওনা পরিশোধের পর রিপন মিয়া ও তানভিরের শাস্তি নিশ্চিত করতে হবে।