প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ইতালির লেইক কমোতে রোম্যান্টিক মুহূর্ত

ইউ বি টিভি ডেস্ক

চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৩ বছরের প্রেমকে পরিণয়ে রূপ দেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীব। বিয়ের পাঁচ মাস পার হলেও তাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক এখনো মধুর ও সুখে ভরা। দেশের বাইরে বিভিন্ন সফরে বহুবার দেখা গেছে তাঁদের, তবে এসব ছিলো কাজ কিংবা ভ্রমণ ভিত্তিক, হানিমুন নিয়ে অনেক ভক্তের মধ্যে ছিলো সন্দেহ।

অবশেষে মেহজাবীন নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন, ইতালি হল তাদের হানিমুনের গন্তব্য। শনিবার ফেসবুকে লেইক কমোর নীল জলরাশির পাশে তোলা রোম্যান্টিক মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “লেইক কমো বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য। এখানে কয়েকটি দিন কাটানো যেন এক স্বপ্ন। শান্ত, সুন্দর এবং ছোট ছোট মুহূর্তে ভরপুর, যা কখনো ভুলবো না।”

ছবিতে দেখা যায়, নীলচে পোশাকে মেহজাবীন লেইক কমোর পাড়ে একা দাঁড়িয়ে আছেন, আবার এক অন্য ছবিতে রাজীবের কাঁধে মাথা রেখেছেন প্রেমময় দৃশ্যে। এই পোস্টে ভক্তরা তাদের জন্য ভালোবাসা ও শুভকামনার বন্যা বইয়ে দিয়েছেন।

মেহজাবীন ছোট পর্দায় সফল ক্যারিয়ারের পর বড় পর্দাতেও নিজের অবস্থান মজবুত করছেন। ‘প্রিয় মালতী’সহ বেশ কয়েকটি সিনেমার জন্য পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। এখন ব্যক্তিজীবনে সুখী সময় কাটানো এই তারকা দম্পতির হানিমুন নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়ে গেছে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন