প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে মা দল গঠন বিষয়ক সভা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি– বিলাইছড়িতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারী ক্ষমতায়নে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মা দল গঠন বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৭ জুলাই) সকাল ১১ টা জেলা পরিষদ রাঙ্গামাটি – এর আয়োজনে ERRD- CHT এর সহায়তায় বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে একটি মা দল গঠন করা হয়েছে।

এতে মা – দল গঠন বিষয়ক ওরিয়েন্টেশন সভায় উপস্থিত ছিলেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের পিটিএ-এর সভাপতি মোঃ জাফর আহাম্মদ, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম,সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা,জেলা পরিষদের WGEIE – প্রকল্পের উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর প্রজ্ঞামিত্র চাকমাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক। এতে রেমি চাকমাকে সভাপতি এবং ডালিয়া বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি মা দল গঠন করা হয়। প্রকল্পের নাম- WGEIE- যা ইউএনডিপি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি যৌথ প্রকল্প।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন