প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

মাছের মুচমুচে পাকোড়া বানানোর সহজ রেসিপি

ইউ বি টিভি ডেস্ক

মাছ খেতে যারা ভালোবাসেন, তাদের জন্যে বর্ষার সন্ধ্যায় মাছের তৈরি একটু মুচমুচে কিছু খেতে মন চাইতেই পারে। এই সময়টায় অনেকেই বাইরে থেকে সিঙ্গারা – পুরি কিনে এনে খান। কিন্তু সেগুলো খেতে হয়তো ভালো লাগলেও স্বাস্থ্যকর নয়। এর বদলে ঘরে তৈরি করে খাওয়া যেতে পারে মাছের তৈরি কিছু। বাড়িতে বড় কোনো মাছ থাকলে তার কয়েক টুকরা দিয়ে তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু পাকোড়া। মাছের মুচমুচে পাকোড়া তৈরির রেসিপি দিয়েছেন উপস্থাপিকা সাদিয়া শিমুল। তো, জেনে নেওয়া যাক মাছের মুচমুচে পাকোড়া তৈরির সহজ রেসিপিটি।
উপকরণ :
যেকোনো বড় মাছ ২৫০ গ্রাম (ছোট টুকরা করা), পেঁয়াজ কুচি ২টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১-২টি (স্বাদমতো), বেসন ১/২ কাপ, কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ, ডিমের কুসুম ১টি (ইচ্ছা), ধনিয়াপাতা কুচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, গরম মসলা গুঁড়া ১/৪ চা চামচ, লবণ স্বাদমতো, সাদা তেল (ভাজার জন্য)।
যেভাবে তৈরি করবেন :
মাছ সেদ্ধ করে কাঁটা ও চামড়া ফেলে দিন। এবার মাছের টুকরোর সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ, জিরা, মরিচ, হলুদ, গরম মসলা এবং লবণ মিশিয়ে নিন। এবার তার সঙ্গে ডিমের কুসুম, বেসন এবং কর্ন ফ্লাওয়ার ভালো করে মেশান। ধনিয়াপাতা কুচি যোগ করুন। তেল গরম করে মাঝারি আঁচে পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। এবার পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করুন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন