প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

গাইবান্ধা খোলাহাটিতে ২০০ পরিবারের একমাত্র রাস্তায় টিনের বেড়া, চরম দুর্ভোগ

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব পাড়ায় প্রায় ২০০ পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তায় টিনের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব পাড়ার এই রাস্তাটি বহুদিন ধরে এলাকাবাসীর একমাত্র সহজ যাতায়াতপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। প্রতিদিন শত শত মানুষ এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, বাজার, কর্মস্থল ও চিকিৎসা কেন্দ্রে যাতায়াত করতেন। হঠাৎ রাস্তার মাঝখানে টিনের বেড়া দিয়ে পুরো পথটি বন্ধ করে দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছে না, রোগীবাহী যানবাহন প্রবেশ করতে পারছে না, এমনকি জরুরি মুহূর্তেও মানুষকে বিকল্প ও কষ্টসাধ্য পথ ব্যবহার করতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, বারবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাসুম হক্কানি বলেন,
“আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগামী রবিবার স্থানীয়ভাবে বৈঠক ডেকে বিষয়টির মীমাংসা করা হবে।”

ভুক্তভোগীরা দ্রুত রাস্তার টিনের বেড়া অপসারণ করে চলাচলের পথ উন্মুক্ত করার জোর দাবি জানিয়েছেন।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন