প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

আমি ছাড়া কে আছে আমার : সুনেরাহ

ইউ বি টিভি ডেস্ক

মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তার অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়।
সম্প্রতি তার একটি পোস্ট নেটিজেনদের নজর কেড়েছে, যেখানে সুনেরাহ নিজের একাকীত্ব এবং আত্মপ্রেমের এক গভীর বার্তা তুলে ধরেছেন।
সুনেরাহ একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘জানা অজানার মাঝে এক অদ্ভুত পাওয়া। কিছুটা সুখ, কিছুটা ব্যথা।’ তার এই কথাগুলো যেন জীবনের চড়াই-উতরাই এবং এর মাঝে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার এক ইঙ্গিত দেয় বলে নেটিজেনরা মনে করছেন।
পোস্টের পরের অংশে সুনেরাহ আরও লেখেন, ‘সব ভুলে না ভুলে দিন শেষে ভেবে যাই শুধু নিজেরই কথা। আমি ছাড়া কে আছে আমার? থাকবেই বা কে? তাই ভালোবেসে যাই আমি আমারই আমাকে।’
অনেকেই তার এই সাহসী এবং আত্ম-সচেতনতামূলক বার্তার প্রশংসা করছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘এভাবে ক্যাপশন দিলে তো কবি হয়ে যাবেন।’ আরেকজনের কথায়, ‘কথাটা একবারে মনের মতো বলেছেন।’

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন